রামনগর বাইপাসে উদ্ধার করিমগঞ্জের চালকের লাশ
করিমগঞ্জ : আবারও যাত্রী নিয়ে শিলচর গিয়ে রহস্যজনকভাবে খুন হলেন করিমগঞ্জের এক গাড়ি চালক৷ রবিবার দুপুরে শিলচরের বাইপাস এলাকায় ওই চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহে অগুনিত আঘাতের চিহ্ন রয়েছে৷ নিহত চালক করিমগঞ্জ শহরের বিপিন পাল রোডের মিঠু বিশ্বাস বলে পরিচয় পাওয়া গেছে৷
অন্যদিকে, এ দিন সন্ধ্যায় পেট্রোলপাম্প এলাকা থেকে এক যুবককে আটক করে সদর থানা পুলিশ জেরা চালাচ্ছে বলেও খবর পাওয়া গেছে৷
জানা গেছে, শনিবার সকালে একজন যাত্রীকে ৪ চাকার বাহনে ড্রপিঙে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন বছর ৩০-র গাড়ি চালক মিঠু বিশ্বাস৷ কিন্তু বিকেলের দিকে তাঁর mobile switch off হয়ে যায়৷ একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি তাঁর স্ত্রী৷
এ দিকে রবিবার দুপুরে শিলচর বাইপাসে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ এমনকি মুখমন্ডলে রক্তের দাগও রয়েছে৷ ছিনতাইকারীরা তাকে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে৷
এ দিকে রবিবারই করিমগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেন মিঠুর স্ত্রী৷ পুলিশ তদন্তে নেমে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শহরের অধুনা বিশকুট গ্রামের এক যুবককে আটক করেছে৷ বর্তমানে তাকে জোর জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ৷ স্ত্রী ও ছোট সন্তান নিয়ে সংসার ছিল মিঠুর৷