রামমন্দির উদ্বোধন উপলক্ষে করিমগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
করিমগঞ্জ : অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সমস্ত দেশ অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছে৷ শাস্ত্রীয় বিধান ও বৈদিক রীতি অনুযায়ী অমৃতলগ্নে আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্টা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবনির্মিত রামমন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করবেন৷ ভারতবর্ষের বিভিন্ন মঠ মন্দিরে এদিন শান্তি যজ্ঞের আয়োজন করা হবে৷ দেশজুড়ে এখন উৎসবের আমেজ বইছে৷ শুরু হয়েছে অক্ষয় চাল বিতরণ কার্যক্রম৷ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে করিমগঞ্জের বিভিন্ন মঠ-মন্দিরও সেজে উঠেছে৷
অযোধ্যা থেকে অক্ষয় চাল ইতিমধ্যে করিমগঞ্জে এসে পৌঁছেছে৷ শহরের বিভিন্ন ওয়ার্ডে ওই চাল সহ রাম মন্দিরের ফটো এবং আমন্ত্রণ পত্র বিতরণ করা হচ্ছে৷
এদিকে অক্ষয় চাল সহ অযোধ্যায় তৈরী রাম মন্দিরের ছবি এবং ২২ জানুয়ারি শ্রীরামের পুজোর আমন্ত্রণ পত্র বিলি করতে শুক্রবার শহরের ২২ নং ওয়ার্ডে বের হয় বিশাল মিছিল৷ এজন্য গোটা ওয়ার্ডকে গেরুয়াময় করে তুলেন পৌরসভার ওয়ার্ড কমিশনার যীশুকৃষ্ণ রায়, শহর মন্ডল বিজেপি সভাপতি কিশোর দে, দুই বুথ সভাপতি রাধাবল্লভ দাস ও বিকাশ গোপ, প্রদেশ এনআরআই সেলের সদস্য পবিত্র রায় প্রমুখ৷
শুক্রবার বিকেলের এই অনুষ্ঠানে আকর্ষণ ছিলেন রথ সহ রাম-লক্ষণ-সীতা সহ হনুমান সাজে মেয়েদের অংশগ্রহণ৷ এদিন মিছিলের মাধ্যমে ওয়ার্ডের লোকজনদের অক্ষয় চাল সহ আমন্ত্রণ পত্র ও রাম মন্দিরের ফটো তুলে দেওয়া হয়৷ এর সঙ্গে সবাইকে ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন স্থানীয় বাজার কালিবাড়িতে পুজো আয়োজনের কথা জানানো হয়৷ ওই পূজানুষ্ঠানে সকলের উপস্থিতি সহ সন্ধ্যায় সবার ঘরে আলোকসজ্জার আবেদন জানানো হয়৷