Barak Valley

রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উৎসবের আমেজ সুপ্রাকান্দিতে

নিলামবাজার : দীর্ঘ প্রত্যাশার পর আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও শ্রীরামের উদ্বোধন ঘিরে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে৷ এ উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদ করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শনিবার সকালে বৃহত্তর সুপ্রাকান্দিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ স্থানীয় ভাণ্ডার শনি মন্দির থেকে শ্রীরামের প্রতিকৃতি নিয়ে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী রামভক্ত মহিলা-পুরুষ শোভাযাত্রায় শামিল হন৷

এদিন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সুপ্রাকান্দি, পিননগর, ভাণ্ডার, শৌলমারা, পুটিমারা, পদ্মারপার, চৌরিদিঘীরপার, নয়াগ্রাম, দীঘলবাক, দুর্লভপুর সহ প্রায় ১৫টি হিন্দু অধ্যুষিত গ্রাম শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা করা হয়৷ পরে দুপুর ১২টা নাগাদ স্থানীয় হরিনগর কালি মন্দিরে কর্মসূচি সমাপ্ত হয়৷ কালি মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ও শান্তি কামনায় বিশেষ যজ্ঞও হয়৷

এদিকে, বিশ্বহিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা রামজন্মভূমি তীর্থক্ষেত্র জেলা সংযোজক বিশ্বজিৎ নাগচৌধুরি দাবি করেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের সঙ্গে দক্ষিণ পূর্ব প্রান্ত শ্রীভূমি জেলায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ সহ সংঘের আওতাধীন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বে গোটা জেলায় নিমন্ত্রণ পত্র ঘরে ঘরে বিলি করার কার্যসূচি হাতে নেওয়া হয়েছে৷

তিনি বলেন, সীমান্ত জেলায় প্রায় সোয়া লক্ষ সনাতন ধর্মালম্বী মানুষের ঘরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার নিমন্ত্রণ পৌঁছানোর লক্ষ্য মাত্রা হাতে নেওয়া হলে, ইতিমধ্যে লক্ষাধিক পরিবারের হাতে নিমন্ত্রণ পত্র পৌঁছানো হয়েছে৷ এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন VHP-র জেলা সভাপতি রজত রায়চৌধুরী, সহ সম্পাদক পান্তু নাথ সহ সংঘ পরিবারের বিভিন্ন কর্মকর্তা৷

Show More

Related Articles

Back to top button