Barak Valley

রাম মন্দির : আজ রেলি করিমগঞ্জে

করিমগঞ্জ : রাম মন্দিরের অক্ষত চাল বন্টনের জন্য বৃহস্পতিবার এক বিশাল রেলি বের করা হবে করিমগঞ্জে৷ মূলত রেলিটি বের হবে শহরের ২২ নং ওয়ার্ডে৷ এ নিয়ে জোরালো প্রস্তুতি শুরু হয়েছে৷ ওই ওয়ার্ডের কমিশনার যীশুকৃষ্ণ রায় জানিয়েছেন, বৃহস্পতিবার ওয়ার্ডের প্রতিটি বাড়িতে অক্ষত চাল বন্টল করা হবে৷ এদিন দুপুর ২টায় প্রায় পাঁচ শতাধিক মানুষ নিয়ে বের হবে রেলি৷ থাকবে সুসজ্জিত রথ৷ সঙ্গে রাম সীতার বেশে দু’জন শিশুও থাকবে৷ ছন্তরবাজার সংলগ্ন কালী মন্দিরের পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ওই চাল বন্টন করা হবে জানিয়েছেন যীশুকৃষ্ণ রায়৷

Show More

Related Articles

Back to top button