Barak Valley

রাম মন্দির : ৬ ফেব্রুয়ারি করিমগঞ্জ সরকারি এইচএস স্কুলে দীপশেখরকে সম্মাননা

করিমগঞ্জ : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজে যুক্ত থাকায় ত্রিপাক্ষিক সংবর্ধনা দেওয়া হবে করিমগঞ্জের সুসন্তান দীপশেখর রায়কে৷ আগামী ৬ ফেব্রুয়ারি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তাঁকে দেওয়া হবে সংবর্ধনা৷ দীপশেখর শিলচর রোডের বাসিন্দা রথীন্দ্র রায় ও নিশা রায়ের কনিষ্ঠ পুত্র৷ ১৯৯৫ সালে সরকারি বিদ্যালয় থেকে স্টার ও লেটার মার্কস নিয়ে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন৷ এরপর উচ্চ শিক্ষার জন্য করিমগঞ্জের বাইরে চলে যান৷ বর্তামানে তিনি ভারতের বিখ্যাত বেসরকারি সংস্থা লারসন এন্ড ট্রোব-র হিসাব ও প্রশাসনিক বিভাগের বরিষ্ঠ প্রবন্ধক হিসাবে অযোধ্যায় কর্মরত ছিলেন৷

তাঁকে সম্মাননা জানাতে সংবর্ধনা সভার আয়োজন করেছে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থা ও ১৯৯৫ সালের মাধ্যমিক শিক্ষাবর্ষের তাঁর সহপাঠীবৃন্দ৷ ওইদিনের সংবর্ধনা সভায় তাঁর সহপাঠীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রাক্তনী ছাত্র সংস্থার আহ্বায়ক রাজন সাহা সর্দার৷

Show More

Related Articles

Back to top button