Barak Valley
রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পাওয়ায় করিমগঞ্জে উল্লাস কংগ্রেসিদের
করিমগঞ্জ : রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পাওয়ায় উচ্ছেসিত করিমগঞ্জ কংগ্রেস৷ উল্লাসে ফেটে পড়েন তারা৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার দীর্ঘদিন পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ে নিজের সাংসদ পদ ফিরে পেলেন৷ এই খুশিতে আজ সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও আনন্দ উল্লাসে মেতে উঠলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ করিমগঞ্জ কংগ্রেসের কর্মীরা৷ বাজি পুড়িয়ে রাহুল গান্ধি জিন্দাবাদ স্লোগান দিয়ে এলাকা মুখরিত করার পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করতে দেখা যায়৷ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় খুশিতে৷ উপস্থিত ছিলেন সুব্রত দেব, তাপসকান্তি পুরকায়স্থ, স্বপন চৌধুরী সহ অন্যান্যরা৷