রূপালির গানে এখনো মজে রইলো সোসিয়াল মিডিয়া! করিমগঞ্জের ‘সিক্রেট সুপার স্টার’কে সংবর্ধনা দিলো AISF
করিমগঞ্জ : সীমান্ত জেলা করিমগঞ্জে প্রতিভার অভাব নেই৷ তবে সঠিক বিকাশের অভাবে অনেক প্রতিভাই হারিয়ে যায়৷ ইতিমধ্যে বরাক উপত্যকায় সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে শহর করিমগঞ্জের বনমালির একটি মেয়ে রুপালী দাস৷
খালি গানের ৩টি গানের বিশেষ কিছু অংশ গেয়ে ইন্টারনেট কাঁপাচ্ছে করিমগঞ্জ কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী রূপালী দাস৷ যে ভিডিয়োটি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা গেছে ‘লাল শাড়ি পড়িয়া কন্যা’ গানটির বিশেষ কিছু অংশ অবিকল সুহাগের মতোই গাইতে দেখা যাচ্ছে রূপালীকে৷ অসাধারণ কন্ঠ এবং একদমই মূল গায়ক সুহাগের মতোই ‘ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে’ এই পংক্তিগুলো গাইতে দেখা গেছে প্রতিভাবান রূপালীকে৷ রূপালীর এই প্রতিভার প্রশংসা করছেন নেট নাগরিকরা৷ এ ছাড়া অনেকেই রূপালীকে সরাসরি শুভেচ্ছা বিনিময় করে ভবিষ্যতে ভালো এবং উচ্চ পর্যায়ের গায়িকা হওয়ার শুভকামনা জানিয়েছেন৷
এনিয়ে সীমান্ত শহর করিমগঞ্জের বনমালিতে অবস্থিত রূপালীর বাসগৃহে তাঁর প্রতিবার সম্মান জানিয়ে মঙ্গলবার তাঁকে সংবর্ধনা প্রদান করে বামপন্থী ছাত্র সংগঠন AISF-র করিমগঞ্জ জেলা কমিটি৷ বনমালির বাবলু দাস ও সৌমিত্রা দাসের কন্যা রুপালী দাসকে উত্তরীয় পরিয়ে মানপত্র প্রদান করে সম্মাননা জানান AISF-র রাজ্যিক কমিটি কার্যকরী সদস্য মোহাম্মদ জাকারিয়া, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি জুবের আহমেদ, সম্পাদক মুজাক্কির হুসাইন ও কার্যকরী সদস্য মুমসাদুর রহমান প্রমুখ৷ তাঁরা রূপালীকে সংবর্ধনা প্রদান করে তাঁর কন্ঠের প্রশংসা করে ভবিষ্যতে এই ছোট শহরের বড়ো একজন গায়িকা হওয়ার আশা ব্যক্ত করেন৷