Barak Valley

রূপা মূল্যহীন! শুধু সোনা নিয়ে গেল চোর

করিমগঞ্জ : চোরের কাছে রূপার চাহিদা নেই! শুধুই চাই সোনা৷ কথাগুলো শুনে আশ্চর্যজনক ঠেকলেও এটাই বাস্তবিক সত্যি৷ সোনার অলঙ্কার সহ নগদ টাকা-পয়সা নিয়ে গেলেও রূপার অলঙ্কার নেয়নি চোর৷ সেই একই ট্র্যাডিশনে ঘরে কোনও লোক না থাকার সুযোগকে কাজে লাগিয়ে করিমগঞ্জ সুভাষনগরে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা সংঘটিত হয়৷ চোর ২ ভরি সোনার অলঙ্কার সহ নগদ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় বলে জানান বাড়ির লোকেরা৷ দিন পাঁচেক আগে বিশ্বজিৎ রায় পুরী ভ্রমণ করতে যান৷ বাড়িতে অন্যান্য লোকেরা থাকলেও দুটি রুম ছিল তালাবন্ধ৷ শুক্রবার সকালে বাড়ির অন্যান্য লোকদের চোখে পড়ে সোনার অলঙ্কার থাকা বাক্সগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ বন্ধ ঘরের দরজা খোলা দেখে সবাই নিশ্চিত হয়ে যান নিশিকুটুম্ব হানা দিয়েছে বলে৷ দুটি স্টিলের আলমারি ভেঙে হাতিয়ে নেয় সোনার অলঙ্কার সহ নগদ অর্থ৷ কিন্তু নিয়ে যায় নি রূপার পয়সা সহ অন্যান্য সামগ্রী৷ চোরের কাছে রূপার সামগ্রী যেন মূল্যহীন৷ বাড়িতে লোক থাকার খবর কোনও না কোনওভাবে চোরের কাছে চলে যায়৷ আর সেসব বাড়িতে হানা দেয় চোরের দল৷ ব্যতিক্রম ছিলনা বিশ্বজিৎ রায়ের বাড়ির ক্ষেত্রেও৷ করিমগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনা সংঘটিত হলেও চোরের টাকার নাগাল পায়নি পুলিশ৷ পূর্ত সড়কের একেবারে পাশে থাকা দ্বিতল ভবনে চোর হাতসাফাই ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দেয়৷

Show More

Related Articles

Back to top button