Barak Valley

রেগিঙের অভিযোগ উড়ালেন কমলাক্ষ

করিমগঞ্জ : লোকসভা ভোটের ২৪ ঘন্টা পেরিয়ে যাবার আগেই শনিবার বিজেপি কার্যালয়ে পা রাখলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ রূদ্ধদ্বার বৈঠক শেষে শ্যামাপ্রসাদ স্মৃতিভবনের সামনে দাঁড়িয়ে বিধায়কের স্পষ্ট বয়ান উত্তর করিমগঞ্জ উপনির্বাচনের জন্য তিনি প্রস্তুত৷

কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করেন বৃহস্পতিবার৷ বিভিন্ন ভোটকেন্দ্রে ছুটে গিয়ে রেগিং করেছেন বলে কংগ্রেসিরাই অভিযোগ করেন৷ তবে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে যাবার আগেই স্বদলে শনিবার শ্যামাপ্রসাদ স্মৃতিভবনে পা রাখেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ যে শ্যামাপ্রসাদ ভবনে একদা তালা ঝুলিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ, আজ সেই ভবনে প্রবেশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ হিসাবে সামিল হন রুদ্ধদ্বার বৈঠকে৷ গ্রাম-শহরের ভোটের হিসেব শেষে বিজেপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কৃপানাথ জয়ী হবেন৷ রেগিঙের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন৷ উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ভোট লাভ করেছেন৷ বিজেপি কার্যালয়ে ছুটে আসা কি আসন্ন উপনির্বাচনের অগ্রিম ইঙ্গিত দিচ্ছে এমন প্রশ্নের উত্তরে কমলাক্ষের সরাসরি জবাব, উপনির্বাচনের জন্য আমি প্রস্তুত৷

Show More

Related Articles

Back to top button