Barak Valley

রেমাল তান্ডবে বিপর্যস্ত বরাক : লঙ্গাই-কুশিয়ারার জল ক্রমশ বাড়ছে

করিমগঞ্জ : অবিরাম বৃষ্টিতে একদিকে শহর করিমগঞ্জের একাংশ এলাকায় জমাজলের সমস্যায় জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে জেলার লঙ্গাই-কুশিয়ারার জল ক্রমশ বাড়তে থাকায় বন্যাতঙ্কে ভুগছেন নদীতীরবর্তী এলাকার মানুষ৷ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের তরফে প্রদেয় তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই লঙ্গাই-কুশিয়ারার জল ক্রমশ বাড়ছে, বিপদসীমার উপরে বইছে সিংলার জল৷ পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় কর্তারা প্রস্তুত রয়েছেন বলে জানান৷

সোমবার রাত থেকে অবিরাম বৃষ্টির ফলে মঙ্গলবার কৃত্রিম বন্যা দেখা যায় জেলাসদরে৷ বিভিন্ন এলাকা এদিন জলের নীচে ডুবে যায়৷ শহরের ব্রজেন্দ্র রোড, রমণী রোড, রায়নগর, চরবাজার, পূর্ববাজার সহ বহু এলাকায় সাধারণের বাসগৃহে জল প্রবেশ করে৷ গৃহবন্দি হয়ে পড়েন মানুষেরা৷ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে জল প্রবেশ করে৷ তাছাড়া জাতীয় ও পূর্ত সড়কে জল জমে সাধারণ মানুষ থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়৷ জেলা সদরের রায়নগর এলাকায় জলে আটক গৃহবন্দিদের উদ্ধার করতে মাঠে নামের পৌর কমিশনার নির্মল বণিক৷ স্পিডবোট নিয়ে অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সবাইকে পৌঁছে দেন৷ পৌর কমিশনারকে সহযোগিতা করেন সমাজসেবী সুজন দেবরায়৷

Show More

Related Articles

Back to top button