রেল দুর্ঘটনায় নিহতদের মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা শিলচরে

শিলচর : উড়িষ্যার বালেশ্বরে বিভীষিকাময় রেল দুর্ঘটনায় নিহতদের মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিলচরবাসী। আজ হাতে মোমবাতি নিয়ে শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহরের মানুষ। নিহতদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, প্রদীপ দত্তরায়, স্বর্ণালী চৌধুরী, কিশোর ভট্টাচার্য, শিহাব উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক কর্মী অজয় রায়, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাগরিক শক্তি বিকাশ রায়, হিল্লুল ভট্টাচার্য, তপন রায় বর্মন, আব্দুল হাই লস্কর, সজীব রায়, মধুসূদন কর, শর্মিষ্ঠা চাকি, সত্যজোতি দে, আলীরাজা ওসমানী, বিশ্বজিত্ দাস, অরিন্দম দেব, মন্মথ নাথ, সাধন পুরকায়স্থ ,নীলমাধব দাশ, শান্তি কুমার সিংহ, রাজেশ সিনহা, সহ শহরের প্রায় শতাধিক লোক এই ভাব গম্ভীর পরিবেশে জড়িত হয়েছিলেন।