Barak Valley

রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে সরকারের ভূয়সী প্রশংসা করিমগঞ্জ শহর মণ্ডল বিজেপির

করিমগঞ্জ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০৯তম মন কি বাত অনুষ্ঠানের পরই এক সভা আয়োজন করা হয় বিজেপির করিমগঞ্জ শহর মণ্ডলের অধীনে ২৩৪ নং বুথ কেন্দ্রে৷

বুথ সভাপতি অনুপম দাস চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে যেভাবে উন্নয়নের জোয়াড় বইছে, তা সত্যিই প্রশংসনীয়৷ আগামী লোকসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে সর্বাধিক ভোট বিজেপিকে দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন বর্ণালী দত্ত৷

মন কি বাত অনুষ্ঠানের প্রভারী তথা বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপজয় দাস ৪ নং ওয়ার্ডের কাজকর্মে সন্তোষ ব্যক্ত করে দলকে আরও মজবুত করার জন্য সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন৷

শহর মণ্ডলের সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, কংগ্রেস আমলে নেতাদের বাড়িতে বসে সরকারি প্রকল্প বন্টন করা হতো৷ নেতা-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের নামে মঞ্জুর হতো সরকারি সুযোগ-সুবিধা৷ সরকারি সুবিধার নামে হিতাধিকারীদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয় না বলে মন্তব্য করেন শ্যামলবাবু৷

তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৪ নং ওয়ার্ডের রাস্তা, ড্রেন প্রভৃতির যতটুকু উন্নতি হয়েছে, তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ এদিনের সভায় উপস্থিত ছিলেন সুশান্ত ভট্টাচার্য, বিজয় দে, শম্ভুরঞ্জন দাস, রিঙ্কু রায়, মণি দাস প্রমুখ৷ সভা শেষে হিতাধিকারীদের মধ্যে রেশনকার্ড বন্টন করা হয়৷ সভাপতি অনুপম দাস চৌধুরী ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷

Show More

Related Articles

Back to top button