লক্ষীচরণ রোডে ভস্মীভূত ঘর, রহস্য
করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের লক্ষীচরণ রোডের লোকনাথ সরণিতে আগুনে পুড়ে ছাই একটি বসতবাড়ি৷ শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ আগুন দেখতে পান স্থানীয় লোকজন৷ জানানো হয় অগ্নিনির্বাপক বাহিনীকে৷ অগ্নিনির্বাপক বাহিনীর লোকজন আসার আগেই ঘরের বৃহৎ অংশ পুড়ে ছারখার হয়ে যায়৷ ঘরে অন্য কোন লোকজন না থাকলেও গৃহকর্তা দীপক নাথের পুত্র দীপাঞ্জন নাথ সে সময় উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ স্থানীয়দের অভিযোগ, দীপাঞ্জন প্রতি রাতে নেশা করে এসে রাত ১১/১২টার সময় উচ্চস্বরে সাইন্ড সিস্টেম বাজাতেন৷ স্থানীয়রা এ নিয়ে অভিযোগ করলেও কোনও লাভ হয়নি৷ গতকাল ঘটে যায় অঘটন৷ আগুনে পুড়ে যায় ঘরের সব সামগ্রী৷ আগুন লাগার খবর শুনে দীপক নাথ সহ পরিবারের অন্য সদস্যরা রাতে এলেও দিনের বেলা আর পাওয়া যায় নি তাদের৷ এমনকি বাড়িতে ছিলেন না দীপাঞ্জন নিজেও৷ বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে যাওয়ার পরও রবিবার কোন লোক না আসায় আগুন লাগার কারণ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানা যায় নি৷ এলাকার লোকজন এতে রহস্যের গন্ধ পাচ্ছেন৷ তাদের অভিযোগ, নেশার ঘোরে দীপাঞ্জনের হাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷ তবে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে৷