Barak Valley
লক্ষীবাজার রোডে চোরের তাণ্ডব
করিমগঞ্জ : ঘরে লোকজন না থাকার সুযোগ নিয়ে ফের হাত সাফাই করল চোর৷ করিমগঞ্জ শহরের লক্ষীচরণ রোডে ফের ঘটল একই ধরনের চুরির ঘটনা৷ গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা সোনার অলঙ্কার সহ নগদ টাকাপয়সা হাতিয়ে নেয়৷
ঘরের মালিক বিশু দাস কলকাতা গিয়েছিলেন৷ ঘরে কোনও লোক না থাকলে করিমগঞ্জ শহরে চুরি হওয়া স্বাভাবিক প্রায়৷ এমনটা আশঙ্কা থেকেই একজন লোককে পাহারার জন্য রেখে গিয়েছিলেন৷ বিশেষ কাজে ঘর থেকে বেরিয়ে গেলে ঘুরে এসে দেখেন ঘরের গ্রিল ভাঙা৷ এতে সন্দেহ দেখা দেয়৷ খবর দেওয়া হয় প্রতিবেশী লোকদের৷ পরবর্তীতে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করলেও চোর নাগালের বাইরে৷ এরকম ঘটনায় লক্ষীবাজার রোড এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ চোর ঠিক কত টাকা, কী কী অলংকার হাতিয়ে নিয়ে গেছে তা এখনও জানা যায়নি৷ বিশু দাস কলকাতা থেকে ফিরে এলে সেবিষয়ে জানা যাবে৷