Barak Valley

লঙ্গাই নদী থেকে বিজেপি কর্মীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পাথারকান্দি : নিখোঁজের ৫ দিনের মাথায় লঙ্গাই নদীতে ভেঁসে উঠল বুরুঙ্গা জিপির ৭ নং গ্রুপের গ্রুপ সদস্যার প্রতিনিধি তথা প্রাক্তন গ্রুপ সদস্য আব্দুল সত্তারের (৪২) মৃতদেহ৷ শুক্রবার সকালে স্থানীয় পহেলামুলি এলাকায় লঙ্গাই নদীতে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ৷ পরে খবর দেওয়া হয় থানায়৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ ৫ দিনে মৃতদেহে পচন ধরে যায়৷ পুলিশ প্রাথমিক তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়৷

জানা গেছে, মৃতদেহটি বস্তাবন্দি ছিল৷ পুলিশের প্রাথমিক তদন্তে মৃতদেহে আঘাতের চিহ্নও ধরা পড়ে৷ আব্দুল সত্তারের স্ত্রী সহ ২টি সন্তান রয়েছে৷ তিনি বুরঙ্গা জিপির ৭ নং ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড সদস্যার প্রতিনিধি ছিলেন৷ সোমবার মহানবমীর দিন থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন৷ পরে পরিবারের সঙ্গে পাথারকান্দি থানায় এ মর্মে এক এজাহারও দায়ের করা হয়৷ তাঁর পরিবারের সন্দেহ সত্তারকে কেউ পূর্ব আক্রোশবশত অপহরণ করে খুন করেছে এবং তথ্য লোপাট করার জন্য লঙ্গাই নদীর জলের নিচে তার মৃতদেহ মাটিতে পোঁতে দিয়েছিল৷ এই হত্যাকান্ডের পেছনে বিরোধী দল কংগ্রেসের কর্মীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ সাত্তারের পরিবারের৷

এ ঘটনার উপযুক্ত তদন্ত হলে দোষীরা ধরা পড়বে এবং এই হত্যাকান্ডের রহস্য বের হবে৷ সত্তার হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে স্থানীয় সিও, থানার ওসি, জেলার পুলিশ সুপার, জেলাশাসক, বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর পরিবারের লোকজন সহ এলাকার মানুষ৷

Show More

Related Articles

Back to top button