লায়ন্স ক্লাব করিমগঞ্জের ছানি শনাক্তকরণ শিবিরে ব্যাপক সাড়া
করিমগঞ্জ : করিমগঞ্জের পূর্ব বাজারে Lions Club of Karimganj এবং Leo Club of Karimganj Youth-র উদ্যোগে আয়োজিত চক্ষু ছানি শনাক্তকরণ শিবিরে ব্যাপক সাড়া মিলল৷ মঙ্গলবার অনুষ্ঠিত শিবিরে ১৩৮ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ২৮ জনকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়৷ বাকিদের চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং রেহাই মূল্যের চশমা দেওয়া হয়৷ তত্ত্বাবধানে ছিল শিলচর Lions Eye Hospital.
এদিনের শিবিরে ২০ জন ছানি পড়া রোগীর ছানি অস্ত্রোপচার করে তাতে IOL লেন্স লাগিয়ে দেওয়া হয়৷ অবশিষ্ট রোগীদের অস্ত্রোপচারের জন্য আগামী সোমবার শিলচর Lions Eye Hospital-এ পাঠানো হয়৷
শিলচর Lions Eye Hospital-র পক্ষে এদিন শিবিরে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ নাথ সমাজপতি, রাহুল বিশ্বাস ও মিতালি দে৷ প্রয়াত দেবেন্দ্র প্রসাদ সিং ও দুর্গা দেবী সিংয়ের স্মৃতিতে তাদের পুত্র মুকেশ সিং শিবিরে আর্থিক সহায়তা করেন৷
লায়ন্স ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে শিবির পরিচালনা করেন সভাপতি গৌতম দেবরায়, Service Chairperson জগদীশ চন্দ্র বণিক, প্রকল্প আধিকারিক বিশ্বনাথ দেব প্রমুখ৷ Leo Club of Karimganj Youth-র পক্ষ থেকে Service Chairman বিশ্বরূপ দে৷