লায়ন্স-লিও’র চক্ষু শিবির সুপ্রাকান্দিতে
সুপ্রাকান্দি : সুপ্রাকান্দির পল্লীমঙ্গল জুনিয়র কলেজে লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ও লিও ক্লাব অফ করিমগঞ্জ ইয়ুথের যৌথ উদ্যোগে মঙ্গলবার চক্ষু ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে ১৮৩ রোগীর চক্ষু পরীক্ষা করার পর ৩৫ জনকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়৷ ১৪৮ জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও ৮৯ জনকে চশমা দেওয়া হয়৷ শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞরা চক্ষু পরীক্ষা করেন৷ প্রভা দেবী রায়ের স্মৃতিতে বিনামূল্যে অনুষ্ঠিত এই শিবিরে রোগীকে চোখের ছানি অস্ত্রোপচার করে তাতে আইওএল ল্যান্স লাগাবার জন্য শিলচর লায়ন্স হাসপাতালে পাঠানো হয়৷ বুধবার তাদের অস্ত্রোপচার হবে৷ বাকিদের অস্ত্রোপচার হবে ১০ আগস্ট৷
শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম দেবরায়, জগদীশচন্দ্র বণিক, সন্তোষ কুমার জৈন, অরিজিৎ বণিক প্রমুখ৷ লিও ক্লাব অফ করিমগঞ্জ ইয়ুথের পক্ষে উপস্থিত ছিলেন লিও সভাপতি অনির্বাণ ঘোষ, সার্ভিস চেয়ারপার্সন বিশ্বরূপ দেব, কোষাধ্যক্ষ শ্রীনাথ বণিক সহ অন্যরা৷