লালায় পৃথক অভিযানে ড্রাগস সহ গ্রেফতার ৪
হেরোইন বাজেয়াপ্ত হাইলাকান্দিতে
লালা : লালার আমলা ও সাহাবাদে পৃথক অভিযান চালিয়ে ড্রাগস সহ ৪ ড্রাগস কারবারিকে গ্রেফতার করল পুলিশ৷ শুক্রবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালা থানার পুলিশ প্রথমে আমলা এলাকায় যাত্রীবাহী এক ডিজেল অটোতে তল্লাশি চালিয়ে ড্রাগস সহ ৩ ড্রাগস কারবারিকে গ্রেফতার করে৷ পুলিশ তাদের কাছ থেকে প্রায় ৩৪ গ্রাম হেরোইন ভর্তি সাবানের বাক্স উদ্ধার করে৷ পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ ধৃতরা হল শিলচর রাঙ্গিরখাড়ির কিশোরদীপ বড়ভূইয়া (২৬), শিলচর কোয়ারপারের মনোজ শুক্লবৈদ্য এবং হাইলাকান্দি মোহনপুর ৫ম খন্ডের বিশাল দাস৷
অন্যদিকে, এদিন সন্ধ্যায় পুলিশ সাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৮৯ গ্রাম ড্রাগস সহ মহাম্মদপুর গ্রামের ছারিমুল হক বড়ভূঁইয়াকে গ্রেফতার করে৷ পুলিশ নিজ থেকে মামলা করে তদন্ত শুরু করেছে৷ শনিবার তাদেরকে আদালতে তোলা হবে৷ শুক্রবার সকালে লালা পুলিশের কাছে খবর আসে যে শিলচর থেকে একটি ড্রাগস মাফিয়ার চক্র বিপুল পরিমাণ ড্রাগস বিক্রি করতে লালা অভিমুখে আসছে৷ সেই মতে পুলিশ ক্রেতা সেজে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে ড্রাগস ক্রয় করতে আমলা এলাকায় গাড়ি থেকে তাদেরকে নামানো হয়৷ এরপর যথারীতি দরদাম করা অবস্থায় লালা থানার ওসির নেতৃত্বে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে৷ এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছে হেরোইন উদ্ধার করা হয়৷ পরে সাহাবাদ এলাকায় আরও ৮টি সাবানের প্যাকেট ভর্তি ড্রাগস সহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে৷