Barak Valley
লোকসভা নির্বাচনের প্রচারে হাইলাকান্দিতে মিশনরঞ্জন দাস
করিমগঞ্জ : লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও তা যে সন্নিকটে, সেটা সরকার, প্রশাসনের তৎপরতায়ই স্পষ্ট৷ শাসক দল বিজেপিও এ নিয়ে তৎপর৷ দলের প্রার্থী প্রত্যাশী অনেকেই মাঠে নেমে পড়েছেন৷ সম্প্রতি রাম মন্দির উদ্বোধনের আগে শহরে বিশাল পোস্টারে ছেয়ে গিয়েছিল শহর৷ এরমধ্যে অন্যতম ছিল প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পোস্টার৷ মিশনবাবু তো প্রচারে রাত-দিন এক করছেন৷
করিমগঞ্জ তো বটেই, হাইলাকান্দিতে গিয়েও প্রচার চালাচ্ছেন প্রাক্তন বিধায়ক৷ সম্প্রতি লোকসভা নির্বাচন নিয়ে লালায় এক দলীয় সভায় মিলিত হন তিনি৷ সেখানে বিজেপি জেলা সভাপতি সহ প্রাক্তন সভাপতিরাও উপস্থিত ছিলেন৷