Updates
লোকসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জে লাইসেন্সধারীদের অস্ত্রশস্ত্র শীঘ্রই জমা দিতে নির্দেশ
করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচন, ২০২৪ উপলক্ষে জেলার লাইসেন্সধারী অস্ত্রশস্ত্রের মালিকদের অতি শীঘ্র তাদের অস্ত্রশস্ত্র সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে জমা দিতে আদেশ জারি করেছেন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অস্ত্রশস্ত্রের মালিকরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে তাদের অস্ত্রশস্ত্র জমা দেওয়ার রসিদ দেখিয়ে ওই অস্ত্রশস্ত্র ফেরত নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এই আদেশ যদি কোন লাইসেন্সধারীরা অমান্য করেন তবে তাদের বিরুদ্ধে ১৯৫৯ সালের আর্মস অ্যাক্টের অধীনে আইনি ব্যবস্থা সহ লাইসেন্স বাতিল করা হতে পারে।