লোকসভা নির্বাচন : করিমগঞ্জের পাথারকান্দিতে পুলিশের ফ্ল্যাগমার্চ
পাথারকান্দি : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রশাসনিক তত্পরতা চরম পর্যায়ে। অসম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে করিমগঞ্জের বিভিন্ন জায়গায় চলছে পুলিশ প্রশাসনের ফ্ল্যাগমার্চ। নির্বাচন প্রক্রিয়া সুন্দরসুষ্ঠভাবে সম্পন্ন করতে আজ পাথারকান্দিতে পুলিশ ফ্ল্যাগমার্চ করেছে।
করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে আজ পাথারকান্দি শহর সহ থানা এলাকাধীন বিভিন্ন জায়গায় ফ্ল্যাগমার্চ করেছে যৌথবাহিনী। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, নির্বাচনের প্রাকমুহূর্তে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোট প্রদান করতে পারেন এবং অবাধ ও স্বচ্ছ ভোটদানে উত্সাহ প্রদান করতে আজকের এই ফ্ল্যাগমার্চ ও পদযাত্রা।
আজ করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের সাথে ডিএসপি (প্রভেশনারি) জি শর্মা, কেডি নাথ এবং পাথারকান্দি থানার ওসি দীপক দাস ছিলেন।