লোকসভা নির্বাচন সমাগত, নমো অ্যাপসের মাধ্যমে জনগণকে সংগঠিত করার প্রয়াস শুরু বিজেপির
করিমগঞ্জ : ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জে তৎপরতা শুরু করেছে যুব মোর্চা৷ NamoApp-র মাধ্যমে জনগণকে সংগঠিত করা এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ করছেন যুব মোর্চার সর্বস্তরের পদাধিকারীরা৷ বিভিন্ন মন্ডল কমিটির দায়িত্বপ্রাপ্ত সহ social media-র পদাধিকারীদের কাজ করার আহ্বান জানানো হয়েছে৷
NamoApp-র করিমগঞ্জের incharge এবং এ ব্যাপারে অভিজ্ঞতা থাকা পৃথ্বীশ দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কার্যকলাপ সহ সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজ এই অ্যাপসে থাকে৷ এর মাধ্যমে জনগণকে উপকৃত হবেন৷ লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই৷ ফলে জোর তৎপরতা শুরু করেছে বিজেপি এবং এর শাখা সংগঠন৷ করিমগঞ্জ লোকসভা আসন দীর্ঘ বছর SC সংরক্ষিত ছিল৷ সম্প্রতি আসনটি সংরক্ষণ মুক্ত হয়৷ এর ফলে বিজেপিতে দাবিদার অনেকে৷
অন্যদিকে, বিরোধী দলগুলি আসনটি ছিনিয়ে নিতে প্রস্তুতি চালাচ্ছে৷ ফলে করিমগঞ্জ আসনকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে৷ ‘NamoApp’-র মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরকারের বিভিন্ন কার্যকলাপ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন শাখা-সংগঠনের পদাধিকারীদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে৷
এই উদ্দেশ্যে করিমগঞ্জ যুব মোর্চার উদ্যোগে বিজেপি কার্যালয়ে শনিবার এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার বিভিন্ন মন্ডল কমিটির সভাপতি ও Social Media-র পদাধিকারীরা৷ সভায় ‘NamoApp’-র বিভিন্ন বিষয় নিয়ে Projecter-এ প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় জনগণের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত মন্ডল সভাপতি ও Social Media-র পদাধিকারীদের আহ্বান জানানো হয়৷