লোকসভা ভোটের প্রাক্কালে গ্রাম চলো অভিযান কার্যসূচি বিজেপির
২৪-র মহারণে রামনামেই ভোট চাইবে গেরুয়া দল
করিমগঞ্জ : করিমগঞ্জের রমণী মোহন ইনস্টিটিউটে সোমবার জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় কার্যকরী সভা৷ লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল করিমগঞ্জ জেলা বিজেপির কার্যকরী সমিতির অন্তিম বৈঠক৷ সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার উপস্থিত থাকলেও উল্লেখযোগ্য ভাবে ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা৷ লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে কৃপানাথ যাতে ফের মনোনয়ন লাভ করেন তার জন্য চেষ্টা চালাচ্ছেন অনেকেই৷ এই পরিপ্রেক্ষিতে জেলা কমিটির কার্যকরী সভায় তাঁর গরহাজির থাকার বিষয়টি অনেকের কাছেই দৃষ্টিকটু ঠেকেছে৷ তবে এর আগেও অসংখ্য সভায় তাঁর অনুপস্থিত থাকার নজির রয়েছে৷
এদিনের সভায় করিমগঞ্জ বিজেপির ২ বিধায়ক, ASTC Chairman মিশন রঞ্জন দাস, করিমগঞ্জের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সম্পাদক কণাদ পুরকায়স্থ, শিপ্রা গুণ প্রমুখ বক্তব্য পেশ করেন৷ তাঁরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন৷ বলেন, সরকার বিনামূল্যে চাল বন্টনের পাশাপাশি স্বাস্থ্যবিমা,অরুণোদয়, রন্ধন গ্যাস দিয়ে চলছে৷ সরকারের জনমুখী প্রকল্পগুলো সম্পর্কে সবাইকে অবগত করতে ঘর ঘর যাত্রা করবেন বিজেপির জেলা স্তরের নেতৃবৃন্দ৷
সভায় অন্যরা বলেন, বিজেপি যেভাবে জনগণের কাজ করে যাচ্ছে দেশের অন্য কোন সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি৷ সেসব সরকারের আমলে ছিল শুধুমাত্র দুর্নীতি৷ বিজেপি সরকার গঠনের পর ভারতবর্ষের দুর্নীতি অনেকাংশে অমে গেছে৷ দেশের জনগণের উন্নয়নের নিরিখে বিজেপিকে ফের ভোট দেওয়ার আর্জি জানানো হয়৷
প্রসঙ্গত, NDA সরকারের আমলে রাম মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা বর্তমান সরকার পুরো করেছে৷ বিজেপির কথায় এবং কাজে মিল রয়েছে৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষের প্রাণকে পুনরুজ্জীবিত করা হয়েছে৷ তাই করিমগঞ্জ লোকসভা আসনের voter ও দেশের voter-রা বিজেপিকে ভোট দেবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন৷
দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বতঃস্ফূর্ত সমর্থন করলে ভারতবর্ষে আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলে উল্লেখ করেন বিভিন্ন বক্তা৷ রাম মন্দিরকে ঘিরে ভারতের প্রতিটি লোকের উৎসাহের অন্ত নেই। ভারতে সনাতনধর্মীদের কাছে এটা পরমপ্রাপ্তি৷ রাম মন্দির স্থাপন নিয়ে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন হয়েছে৷ তাই জনগণের কাছে পুনরায় ভোট চাইবে বিজেপি৷