Barak Valley

লোকসভা ভোট : করিমগঞ্জে ব্যায় পর্যবেক্ষকের টেলিফোন নম্বর

করিমগঞ্জ : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে নির্বাচনী ব্যায় সংক্রান্ত পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, আইআরএস(আইটি) বুধবার করিমগঞ্জে এসে পৌঁছেছেন। তিনি করিমগঞ্জের অ্যাডিশনাল সার্কিট হাউসে অবস্থান করছেন। তার যোগাযোগের চলভাষ নম্বর হল ৬০০১৪২০৮৮৩। নির্বাচনী ব্যায় পর্যবেক্ষকের প্রটোকল অফিসার হচ্ছেন পার্থ প্রতিম বসুমাতারি, জেডিও, চলভাষ নম্বর ৯৫৫৫৮৩৮৮৮১। সর্বসাধারণের অবগতির জন্য লোকসভা নির্বাচনে করিমগঞ্জের অবজারভার সেলের দায়িত্বপ্রাপ্ত ডিডিসি এক বিজ্ঞপ্তি যোগে এই খবর জানিয়েছেন।

Show More

Related Articles

Back to top button