Barak Valley

লোয়াইরপোয়ায় দু’টি প্রকল্পের শিলান্যাস

লোয়াইরপোয়া : করিমগঞ্জ জেলা পরিষদ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শুক্রবার লোয়াইরপোয়া জিপিতে ২টি প্রকল্পের শিলান্যাস করা হয়৷ এতে ২০২২-২৩ অর্থবছরের টাইড ফান্ড থেকে লোয়াইরপোয়া শিব মন্দিরের কমিউনিটি শৌচাগারের শিলান্যাস ও একই জিপির এক নং ওয়ার্ডের ৩৭৫ নং পেঁচারঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা দেওয়ালের শিলান্যাস করা হয়৷

এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য সহেলী দে, বুথ কমিটির সভাপতি মনু বৈদ্য, লোয়াইরপোয়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সোনালী চৌধুরী, লোয়াইরপোয়া ব্লক বিজেপি সম্পাদক প্রমোদ দাস ও ধ্রুব চক্রবর্তী, শিব মন্দির কমিটির সভাপতি সুজন রায় প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button