Barak Valley
লোয়াইরপোয়ায় বজ্রপাতে মৃত্যু কাঠুরিয়ার
লোয়াইপোয়া ও পাথারকান্দি : বজ্রপাতে মৃত্যু হল এক কাঠুরিয়ার৷ তার নাম সুখলাল গোঁড়৷ বয়স ৩২ বছর৷ বাড়ি লোয়াইপোয়া এলাকার কড়িখাই ফরেস্ট রিজার্ভ ভিলেজে৷ সোমবার দুপুরে সুখলাল বাড়ির পাশে কাজ করার সময়ে হঠাৎ করে বজ্রপাত ঘটে৷ এতে তিনি গুরুতর আহত হন৷ পরে তাঁকে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে৷
মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি নিলভজ্যোতি নাথ৷ এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ মৃতের স্ত্রী সহ সন্তানাদি রয়েছে৷ পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা CO, DC সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন৷