Barak Valley

লোয়াইরপোয়া ও শিবেরগুল স্কুলের পড়ুয়াদের মধ্যে সাইকেল বন্টন বিধায়ক কৃষ্ণেন্দুর

সুশীল সমাজ গড়ে তুলতে শিক্ষার প্রয়োজন অপরিসীম : কৃষ্ণেন্দু

পাথারকান্দি : প্রজ্ঞান ভারতী যোজনার মাধ্যমে পাথারকান্দির বিভিন্ন স্কুলের ৯ম শ্রেণির পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে সাইকেল বন্টনের কাজ শুরু হয়েছে৷ শুক্রবার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে লোয়াইরপোয়া আদর্শ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ৭১ জন পড়ুয়ার মধ্যে সাইকেল বন্টন করা হয়৷

বিদ্যালয়ের গার্লস হোস্টেল ও শ্রেণিকক্ষ মেরামতির জন্য নিজস্ব তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছিলেন বিধায়ক৷ বাবা কৃপেশরঞ্জন পালের স্মৃতিতে বিদ্যালয়ে একটি পার্কিং সেড নির্মাণ করা হয়৷ এদিন তিনি সেডের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

এরপর শিবেরগুল মহাবীর পাবলিক স্কুলে এক সভায় যোগ দেন বিধায়ক৷ সেখানে ২৫ জন পড়ুয়ার মধ্যে সাইকেল বন্টন করেন৷ অধ্যক্ষ রাজীব পাল বিধায়ককে সংবর্ধনা দেন ও ১টি মানপত্র বিধায়কের হাতে তুলে দেন বিষয় শিক্ষক কার্তিক সেনা সিনহা৷ উপস্থিত ছিলেন হৃষিকেশ নন্দী, মণিরাজ কুর্মি, সুচরিত পাল, দেবেন্দ্র সিনহা, সোনালি চৌধুরী, অপর্ণা সূত্রধর প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button