Updates

শক্তির আরাধনায় করিমগঞ্জ জেলা কারাগারে সম্প্রীতির নজির

করিমগঞ্জ : সম্প্রীতির নজির করিমগঞ্জ জেলা কারাগারে৷ আলোর উৎসবে মেতে উঠেছেন করিমগঞ্জ জেলা কারাগারের বন্দিরা৷ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে শ্যামা বন্দনা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি৷ উৎসবের আমেজ ছড়িয়েছে জেলের কর্মচারী থেকে ভিন ধর্মী বন্দিদের মধ্যেও৷ দীপাবলির আনন্দ উপভোগ করার পাশাপাশি দুই সম্প্রদায়ের বন্দিদের নিয়ে শ্যামা বন্দনার আয়োজন করে বিশেষ ভূমিকা নিয়েছে জেল সুপার মৃন্ময় কুমার ডাউকা৷

পাঁচিলে ঘেরা জীবন হলেও উৎসবে শামিল হলে হয়তো কিছুটা আনন্দে থাকা যায়৷ আর দীপাবলিতে আনন্দের অন্ত নেই৷ নিজেরা হাত লাগিয়েছেন কারাগার সাজিয়ে তুলতে৷ রবিবার রাতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কারাগারের বাইরে৷

নির্দিষ্ট কোন বাজেট নেই এখানে৷ নগদ অর্থ ছাড়া সামগ্রী দিয়ে থাকেন অনেকে৷ এসব পুরোটাই সামলাচ্ছেন কয়দি সেলিম উদ্দিন, তাজ উদ্দিন, জয়নাল উদ্দিন, আবুল কাশিমরা৷

পুজো কমিটিতে মুখ্য পৃষ্ঠপোষক রয়েছেন জেলাশাসক মৃদুল যাদব, পৃষ্ঠপোষক পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক, সভাপতি মৃন্ময় কুমার ডাউকা৷ শতবর্ষ প্রাচীন পুরনো কারাগারে দুর্গোপূজো হলেও শক্তি আরাধনায় খামতি নেই৷ আর এতে বন্দিরাই মূল উদ্যোক্তা৷ প্রতিমা আনা থেকে বাজার করা যাবতীয় কাজ করেন জেল কর্মীরা৷

জেল সুপার বলেন, স্বাত্বিকতা বজায় রেখে এই পুজোয় রাতে পূজার্চনা শেষ হলে সকালে প্রসাদ বিতরণ হবে৷ ঘট সহ প্রতিমা বিসর্জন হবে কারাগারের পুকুরের জলে, জানান তিনি৷

Show More

Related Articles

Back to top button