শনিবার হাইলাকান্দিতে বীরো-কা-বন্ধন

জনসংযোগ, হাইলাকান্দি : স্বাধীনতার অমৃত মহোত্সবের চূড়ান্ত কর্মসূচি অনুযায়ী মেরি মাটি মেরা দেশ কর্মসূচিতে শনিবার অর্থাত্ ১২ আগস্ট হাইলাকান্দি জেলার ৬২ জিপি এবং দুটি পুরসভায় স্থাপিত শিলাফলকে বীরো-কা- বন্ধন কার্যসূচি অনুষ্ঠিত হবে। জেলার প্রাক্তন সৈনিক কর্মকর্তাদেরকে তাদের নিকটবর্তী জিপিতে স্থাপিত শিলাফলকে আয়োজিত বীরোকা বন্ধন কর্মসূচিতে অংশ নিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। জেলা আয়ুক্ত জেলার সব প্রাক্তন সৈনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে জারি করা এক চিঠিতে এই আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য হাইলাকান্দি পৌরসভার হরিচরণ মহামায়া গার্লস হাইস্কুলে এবং লালা লালা হায়ার সেকেন্ডারি এন্ড মাল্টিপারপাস স্কুলে এই শীলাফলক স্থাপন করা হয়েছে। এদিকে শুক্রবার জেলার সব কয়টি শিলাফলকে বসুদাবন্ধন কার্যসূচিতে বৃক্ষরোপন করা হয়। এতে সব শ্রেণীর নাগরিকসহ স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেন।