Barak Valley

শম্ভুসাগর পার্কে নাচে-গানে নজরুল স্মরণ গীতবিতানের

করিমগঞ্জ : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার স্থানীয় শম্ভু সাগর পার্কে কবি মূর্তি পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ এদিন সকাল ৮টায় কবিকে শ্রদ্ধা নিবেদন করেন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, ভারত বিকাশ পরিষদ, মাতৃভাষা সুরক্ষা সমিতি, ১২৫ বছর পূর্তি নজরুল জন্মজয়ন্তী উদযাপন সমিতি, যোগমায়া সঙ্গীত বিদ্যালয়, নবতরঙ্গ সাংস্কৃতিক সংস্থা, এআইডিএসও, আসাম সাংস্কৃতিক মহাসভা, বরাক নন্দিনী সাহিত্য পাঠচক্রের কর্মকর্তা সহ করিমগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু শেখর দাস৷

সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ সংস্থার শিল্পীরা ‘একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান’ সঙ্গীতটি পরিবেশন করেন৷ এতে শিল্পীরা ছিলেন মধুমিতা তরাত, চন্দ্রিমা তরাত, স্বাগতা চক্রবর্তী, সৈত্যব্রত চক্রবর্তী, সুরজ চক্রবর্তী, রুপা কর্মকার, বিষ্ণুপদ নাগ৷ ‘শুকনো পাতার নূপুর বাজে’,’দোলা লাগিল রে’ সঙ্গীতে নৃত্য পরিবেশন করেন রুপা কর্মকার, মৌমি মহান্ত, সোনালী দাস৷ নৃত্য পরিচালনা করেন অনিন্দিতা নাগ এবং পরবর্তীতে এআইডিএসও-র পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা সহ ঘোষকের দ্বায়িত্বে ছিলেন বিষ্ণুপদ নাগ৷

Show More

Related Articles

Back to top button