শরীরে গাঁজার প্যাকেট বেঁধে পাচারের চেষ্টা, করিমগঞ্জের চুড়াইবাড়িতে ধৃত বহিঃরাজ্যের দুই যুবক
বাজারিছড়া : যাত্রী সেজে শরীরে গাঁজার প্যাকেট বেঁধে পাচারের চেষ্টা করতে গিয়ে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে আটক করা হয়েছে বহিঃরাজ্যের দুই যুবককে। ধৃত দুই যুবককে বিহারের বাসিন্দা সৌরভ কুমার ও তুফানি পাশোয়ান বলে পরিচয় উদ্ধার করেছে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।
চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ মঙ্গলবার বিকালে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি নৈশ বাস অসম গেটে আসে। দলবল নিয়ে বাসে তালাশি চালিয়ে যাত্রীর বেশে দুই যুবকের শরীর থেকে উদ্ধার করা হয় গাঁজার প্যাকেট। তাদের শরীরে শেলো টেপ দিয়ে আট প্যাকেটে প্রায় পাঁচ কেজি শুকনো গাঁজা তাঁরা উদ্ধার করেছেন। উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারে মূল্য কমপক্ষে ৫০ হাজার টাকা হবে।
পুলিশ অফিসার মিলি জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে। আগামীকাল বুধবার দুই যুবককে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে।