শহরে ৩ বছরের শিশুর গায়ে গরম হাতা! গ্রেফতার মা-বাবা
শিলচর : শিলচর সোনাই রোডে অকল্পনীয় অবিশ্বাস্য ঘটনা৷ সোনাঈ রোডের ফ্যাক্টরি লেনের মা-বাবাই কান্না থামাতে ৩ বছরের শিশু কন্যার শরীরে গরম করে হাতা লাগিয়ে দেয়৷ Child Helpline Unit খবর পেয়ে action-এ নামে৷ পাড়ার লোকেরাই খবর দেন৷ Child Helpline Unit-র শিলচর শাখার Superviser রত্নদীপ দেব শুক্রবার বলেন, আজ বেলা ১১টায় আমাদের Helpline No. ১০৯৮-এ কেউ ফোন করেন গুয়াহাটিতে৷ সেখান থেকে আমাকে অবগত করানো হয়৷ তিনি নিজেই বলেন, হৃদয় বিদারক ঘটনা৷ কী কারণে বাবা জয়দীপ দাস (রাহুল) এবং মা জবা দাস এমন কাণ্ড করলেন, তা অবশ্য তিনি বলতে পারেননি৷ তবে অনেকের অনুমান ৩ বছরের মেয়ের কান্না থামাতেই তার এই পাষণ্ডের মতো আচরণ করেন৷ Superviser রত্নদীপ বলেন, রাঙিরখাড়ি Police Outpost-র কাছেই এদের ঘর৷ তিনি জানান, পুলিশ মা ও বাবাকে গ্রেফতার করেছে৷ ৩ বছরের জখম মেয়েটি শিলচর মেডিক্যালে শিশু রোগ বিভাগে চিকিৎসাধীন৷ Child Line Unit-র Superviser সহ অন্যরা মেয়েটিকে মেডিক্যালে ভর্তি করান৷ তিনি জানান, মেয়েটির অবস্থা স্থিতিশীল৷ শরীরের ৩টি স্থানে গরম হাতার দাগ দেখা গেছে৷ পেটে ২টি এবং ঠৌঁটে ১টি দাগ পাওয়া গেছে৷ মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত বলেছেন, মেয়েটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ গত ২৮ মে এই ঘটনা ঘটে৷ শুক্রবার মেয়েটিকে উদ্ধার করা হয়েছে৷
Photo :- Bablu Keot র সৌজন্যে প্রাপ্ত