Barak Valley

শহর করিমগঞ্জে পুজোর প্রস্তুতির আগেই কালী পুজোর বাজনা!

করিমগঞ্জ : দুর্গাপূজার আগেই কালী পুজোর ঈশান খুঁটি বসানো হল করিমগঞ্জে৷ রজতজয়ন্তী উপলক্ষে জন্মাষ্টমীতে শ্যামাপ্রসাদ রোডের কুসুমাঞ্জলি ক্লাব তাদের প্যান্ডেলের ঈশান খুঁটি বসায়৷ এমনকি ক্লাব সদস্যরা মিছিল করে এসে প্রতিমার অর্ডার দিয়ে যান৷ পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা৷

দেড় মাসের মতো বাকি দুর্গাপূজার৷ অধিকাংশ ক্লাবই এখন পর্যন্ত প্যান্ডেলের ইশান খুঁটি দেয় নিন কিন্তু এর আগেই কালীপূজোর ধুম লেগে গেছে শহরে৷ এমনকি এ নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে৷ এরমধ্যে একটি ক্লাব কুসুমাঞ্জলি৷ মূলত এই ক্লাব কালীপূজার আয়োজন করে আসছে৷ এ বছর তাদের রজতজয়ন্তী বর্ষ৷ ফলে পূজার আগেই কালী পূজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ৷

বৃহস্পতিবার জন্মাষ্টমীতে কালী মূর্তির অর্ডার দিয়ে এসেছেন ক্লাব কর্তৃপক্ষ৷ মিছিল করে ক্লাবের সদস্যরা প্রতিমা শিল্পালয়ে এসে মূর্তির চুক্তি করে যান৷ এমনকি এদিন তারা প্যান্ডেলের ঈশান খুঁটিও বসিয়ে দিয়েছেন৷

ক্লাব সদস্য দেবাশিস ঘোষ জানান, কাল্পনিক মন্ডপ নির্মাণ করা হবে৷ এতে থাকবে নানা কারুকার্য৷ সঙ্গে থাকবে নানা চোখ ধাঁধানো আলোকসজ্জা৷ প্যান্ডেল তৈরী করবেন স্থানীয় শিল্পী পরিমল সাহা৷ আর মূর্তি নির্মাণ করবে প্রতিমা শিল্পালয়৷ পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা৷ এ বছর করিমগঞ্জের বিগ বাজেটের কালীপূজোর মধ্যে কুসুমাঞ্জলি ক্লাবও শামিল হতে চলেছে বলে জানান দেবাশিস৷

Show More

Related Articles

Back to top button