Barak Valley

শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে জেলাজুড়ে বসছে ফলক

করিমগঞ্জ : মাতৃভূমির জন্য বেঁচে থাকা প্রতিটি দিন, সময়ের প্রতিটি মুহূর্ত এবং জীবনের প্রতিটি ক্ষণ হবে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উক্তি প্রতিটি শহর ও গ্রামে ফলক আকারে বসবে৷ গ্রামীণ এলাকায় এর ব্যবস্থা করবে গ্রাম পঞ্চায়েত৷ শহরে ফলক বসানোর দায়িত্ব পৌরসভার৷

মঙ্গলবার বিকেলে করিমগঞ্জ শহরের আজাদ সাগর রোডের অমৃত সরোবরের পারে এ সংক্রান্ত একটি ফ্লেক্স উন্মোচন করা হয়৷ উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ASTC Chairman মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস, পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক বিক্রম চাষা, ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত প্রমুখ৷

জেলা বিজেপি সভাপতি বলেন, দেশমাতৃকার সেবায় স্থানীয় কোনও সেনাকর্মী শহিদ হলে ফলকের পাশে তাঁর নামও থাকবে৷ বলেন, জেলার সর্বত্র এ ধরনের ফলক লাগানো হবে৷ আজাদ সাগর রোডে অমৃত সরোবরের পারে উঁচু বেদি তৈরি করে ফলক বসানো হবে৷ স্বাধীনতা দিবস বা তার আগেই ফলকটি বসানোর সম্ভাবনা রয়েছে৷ শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই৷

Show More

Related Articles

Back to top button