Barak Valley

শহিদ বাচ্চু চক্রবর্তীর নামে রাস্তার নামকরণের দাবিতে পৌরপতিকে আর্জি

করিমগঞ্জ : ১৭ আগস্ট ভাষা শহিদ দিবসের ৫০তম বর্ষ৷ এজন্য বর্ষপূর্তি উদযাপন সমিতি মঙ্গলবার করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেবের হাতে স্মারকপত্র পেশ করে সমিতির সদস্যরা বলেন, দ্বাদশ ভাষা শহিদ বিজন চক্রবর্তীর ৫০তম আত্মবলিদানের বছর সমাপ্ত হয়৷

১৭ আগস্ট ভাষা শহিদ দিবসের বর্ষপূর্তি উদযাপন সমিতি করিমগঞ্জে বর্ষব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহিদ সহ বরাক উপত্যকায় ভাষা শহিদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে৷ তৎকালীন সময়ের এই সর্বজনপ্রিয় যুবনেতা ও সংগঠক বিজন চক্রবর্তী (বাচ্চু) করিমগঞ্জ জেলারই সুসন্তান৷ ৫০ বছর পূর্তির এই পূণ্যলগ্নে ভাষা শহিদের আত্ম বলিদানকে স্মরণীয় করে রাখতে পৌরসভার অধীনে একটি রাস্তা শহিদের নামে নামকরণের জন্য পৌরপতির কাছে আবেদন জানানো হয়েছে৷

উপস্থিত ছিলেন সুপ্রিয় দেব, নির্মাল্য দাস, বিশ্বজিৎ দাস, সঞ্চিতা ভট্টাচার্য, রীতা পুরকায়স্থ, নন্দন কুমার নাথ, আশিষ দেব কানুনগো, রঞ্জিত কুমার দেব, হৃষিকেশ ভট্টাচার্য, বিষ্ণুপদ নাগ সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button