শহিদ স্মরণ নিয়ে শিলচরে সভা, বরাকে ভাষা আগ্রাসনে উদ্বেগ
শিলচর পিএনসি ১৬ মে – ১৯৬১র উনিশে মে স্মরণ উপলক্ষে বুধবার শিলচরে একটি সভার আয়োজন করা হয়। পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে আয়োজিত এই সভার মূখ্য অতিথি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডা দেবীদাস দত্ত সহ বিভিন্ন সাংবাদিক চয়ন ভট্টাচার্য,শিক্ষাবিদ দীপঙ্কর চন্দ ও বাঙালি নব নির্মাণ শাখা র পক্ষে বারীন্দ্র কুমার দাস প্রমুখ বক্তা ভাষা শহীদদের প্রতি এবং আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । বক্তা গন বরাকে ভাষা আগ্রাসনের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং ভাষা আইন অনুযায়ী বরাক উপত্যকায় সর্ব স্তরে বাংলাভাষার ব্যাবহার সুনিশ্চিত করার দাবি জানান। তাঁরা বরাকে স্থানীয় দের বঞ্চিত করে বাইরে থেকে যে ভাবে প্রার্থী নিয়োগ করা হচ্ছে এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এই সভায় সভাপতিত্ব করেন পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের কার্যকরী সভাপতি হারাণ দে এবং এতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী।