শান্তিপূর্ণ মহরম পালনের জন্য সভা হাইলাকান্দিতে
জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ জুলাই : হাইলাকান্দি জেলায় আগামী বুধবার শান্তিপূর্ণভাবে মহরম পালনের জন্য প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আয়ুক্ত অমিত পারবোসা-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্থানীয় মহরম কমিটির কর্মকর্তাগণ অংশ নেন। সভায় মহরমের কার্যসূচি আয়োজনের জন্য কমিটিকে তাদের ভলান্টিয়ারদের লিস্ট জমা দিতে বলা হয়। পাশাপাশি ভলান্টিয়ারদেরকে কমিটির কর্মকর্তাদের স্বাক্ষরিত ব্যাজ দিতে বলা হয়।
মহরম উপলক্ষে আয়োজিত তাজিয়ার উচ্চতা যাতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে না-আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়। তাজিয়ার শোভাযাত্রায় কোন প্ররোচনামূলক স্লোগান না দিতে সভায় জানিয়ে দেওয়া হয়। মাইক ব্যবহারের সময় শব্দ দূষণ যাতে না হয় সেজন্য ৬৫ ডেসিবলের নিচের শব্দের মাইক ব্যবহার করতে হবে বলে সভায় জানানো হয়। সভায় জেলার সব সার্কেল অফিসাররাও অংশ নেন।