Updates

শান্তির দ্বীপের ঐতিহ্য রক্ষার আহ্বান সর্বধর্ম সমন্বয় সভার

মিনহাজুল আলম তালুকদার : বরাক উপত্যকার ঐতিহ্য হলো শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করা। এখানে আদি কাল থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে জীবন যাপন করে আসছেন। এ উপত্যকার আরেক নাম হলো ‘শান্তির দ্বীপ’। সর্বাবস্থায় উপত্যকার ঐতিহ্য ও মান রক্ষার আহ্বান জানালেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। তিনি বলেন, ইসলামের বিধান মতে কোরবানি করা একান্ত কর্তব্য বিষয়। অন্যদিকে, হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে সম্মানের আসনে বসিয়ে পূজা দেন। অতএব ভাবাবেগে আঘাত লাগা স্বাভাবিক। তিনি বলেন, শিলচরের ছোটখাটো ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক স্বার্থে বিক্ষিপ্ত ঘটনাকে রং দিয়ে অতিরঞ্জিত করা হয়। পুলিশ সুপার নোমাল মাহাতের মতে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অবস্থায় শান্তি ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখা হবে। এই মুহূর্তে কোনো ধরনের গুজবে কান না দিতে বিনম্র আহ্বান জানান আমির হোসনে ৷

Show More

Related Articles

Back to top button