Barak Valley

শান্তি-সম্প্রীতি বজায় রাখতে অশুভ শক্তিকে কঠোর হাতে দমন করা হবে, সর্বধর্ম সমন্বয় সভাকে বললেন ডিসি

মিনহাজুল আলম তালুকদার : ইদানীং কাছাড় জেলায় গো-মাংসকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক অসম্প্রীতির বাতাবরণ দেখা দিয়েছে এটা যাতে করিমগঞ্জ জেলায় বিস্তার না হয় এ বিষয় নিয়ে জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে বৈঠক করেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় পদাধিকারীরা। সংস্থার কর্মকর্তারা জেলাশাসককে বলেন, প্রতিটি নির্বাচনের প্রাক মুহূর্তে এভাবে অশুভ শক্তি মাথা ছাড়া দিয়ে বসে। সাম্প্রদায়িক অসহিষ্ণুরা গো-মাংসকে হাতিয়ার করে সমাজে হিংসার বিষবাষ্প ছড়ায়। রাজনৈতিক লাভালাভের নিরিখে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়। সর্বাবস্থায় করিমগঞ্জ জেলায় শান্তি-সম্প্রীতির বাতাবরণ অক্ষুন্ন রাখতে প্রশাসনের উদ্যোগে শীঘ্রই এক সর্বদলীয় বৈঠক বা নাগরিক সভার আহ্বানের প্রস্তাব রাখা হয় সংস্থার পক্ষ থেকে। জেলাশাসক বলেন, তিনি বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন এবং সতর্ক দৃষ্টি রাখছেন। যেকোনো অবস্থায় অশুভ শক্তিকে দমন করা হবে। সর্বদলীয় বৈঠক ডেকে বিশিষ্টজনদের পরামর্শ নেওয়া হবে। পাশাপাশি গাড়ি-মাইক যোগে সর্বত্র শান্তি-সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সংস্থার কর্মকর্তাদের অনুমতি প্রদান করেন এবং সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জেলাশাসকের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা তথা বরাক এরিয়া প্রেসবিটেরিয়ান চার্চ এণ্ড মিশনের প্রাক্তন মডারেটর এল্ডার নিমাই দে, সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোমিত চৌধুরী, কার্যকরী সদস্যা রিতা পুরকায়স্থ প্রমুখ। এদিকে, পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে এক স্মারকপত্র তার হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে‌। স্মারকপত্রে স্বাক্ষর করেন সংস্থার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শ্যামল প্রসাদ চৌধুরী, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা চন্দ, কৃষ্ণারাণি চন্দ, টিনা দে সহ অন্যান্যরা৷

Show More

Related Articles

Back to top button