শারদ অর্ঘ্য হিসাবে মাগুরাপুঞ্জিতে বস্ত্র বিতরণ রামকৃষ্ণ মিশনের
করিমগঞ্জ : দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন । সোমবার করিমগঞ্জের মাগুরাপুঞ্জিতে
বস্ত্র বিতরণ করা হয়। বেশ কয়েকটি গ্রামের ৩৬০ জনের মধ্যে বিতরণ করা হয় শাড়ি এবং ধুতি । করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী প্রেমাঘানন্দজী মহারাজ নিজ হাতে সকলের মধ্যে শাড়ি ধুতি তুলে দেন । মা সারদার প্রসাদ হিসাবে সাদরে গ্রহণ করার আহ্বান রাখেন মহারাজ নিজে । উপস্থিত ছিলেন আশ্রমের স্বেচ্ছাসেবক কিরণ্ময় দাস, সজল শুক্লবৈদ্য সহ অনেকে ।
এদিন সহ-সম্পাদক স্বামী প্রেমাঘানন্দজী মহারাজ বলেন, পুজো সবার। তাই প্রত্যেকেই যাতে এই আনন্দে কাটাতে পারেন, তার জন্যই এই আয়োজন । দুঃস্থ মায়েদের, বোনেদের মুখে হাসি ফোটাতেই বস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান । একজন মানুষ হয়ে মানুষের সেবা করলে ভগবান তাতে সন্তুষ্ট হন । তাই আজকের এই বিশেষ দিন এই কার্যসূচী হাতে নেওয়া হয়েছে ।