শিক্ষকের ভূমিকায় ডিসি!
করিমগঞ্জ : বন্যায় ভাসছে করিমগঞ্জ জেলা৷ নদী ভাঙন বন্যার্ত এলাকা পরিদর্শন সহ ত্রাণ শিবির পরিদর্শন করে মানুষের খোঁজ নিতে প্রতিদিন ছুটে যাচ্ছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ তিনি করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার পর এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসাবে গত ১৯ জুন থেকে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর ত্রাণ শিবির না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বুধবার থেকে পাঠদান শুরু হয়েছে৷
এদিন বারইগ্রাম জাফরগড় হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে উপস্থিত হন৷ একসময় শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষকের ভূমিকায় দেখা যায় করিমগঞ্জের ডিসি মৃদুল যাদবকে৷ এদিন অন্যান্য দিনের মতো ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষকরা৷ হঠাৎ করে একটি ক্লাস রুমে ঢুকে পড়েন৷ আগামী দিনে কীভাবে পড়াশোনার মধ্য দিয়ে কোন পথে যাবে সেই ব্যাপারে বিস্তারিত ভাবে ছাত্রছাত্রীদের তাদের বুঝিয়ে বলতে দেখা যায় তাঁকে৷ জেলাশাসককে শিক্ষকের ভূমিকায় পেয়ে উৎসাহিত হতে দেখা যায় ছাত্রছাত্রীদের৷ জীবনে সফল হতে হলে কি কি করা উচিত সে ব্যাপারে ছাত্রছাত্রীরা সরাসরি জেলাশাসকের কাছ থেকে জানতে পেরে খুশি ব্যক্ত করতে দেখা যায় অনেক ছাত্রছাত্রীকে৷ একই সঙ্গে মিড ডে মিল খাবারের পুষ্ঠিগুণও যাচাই করেন জেলাশাসক ৷