শিক্ষকের শূন্যপদ পূরণে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র AIDSO-র
করিমগঞ্জ : AIDSO-র করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোমবার জেলা কার্যালয় থেকে এক ছাত্র মিছিল শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়৷ মিছিলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবি জানানো হয়৷ মিছিলে সংগঠনের করিমগঞ্জ জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্লা বলেন, আমরা ছাত্র সংগঠন AIDSO-র করিমগঞ্জ জেলা কমিটি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, করিমগঞ্জ জেলার বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষকের পদ দীর্ঘ বছর ধরে শূন্য রয়েছে৷ কোথাও কোথাও শিক্ষক নিয়োগ মাঝে মধ্যে হলেও কিছুদিনের মধ্যে পুরনো শিক্ষকদের অবসর গ্রহণের ফলে পূর্বের অবস্থায় ফিরে যায়৷ আবার কিছু ক্ষেত্রে নবনিযুক্ত শিক্ষক অন্যত্র বদলি হয়ে চলে গেলে একই অবস্থার সৃষ্টি হয়৷ সরকারি স্কুলে এর ফলে অভিভাবকরা সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ভর্তি চান না৷ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সুজিৎ কুমার পাল৷ তিনি বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বঞ্চিত হবে৷ তাই সংগঠনের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র জেলাশাসকের মাধ্যমে প্রেরণ করা হয়৷ এতে সুরাহা না হলে আগামীতে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়৷