সারদা মায়ের আবির্ভাব তিথিতে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে ভক্তদের উপচে পড়া ভিড়

করিমগঞ্জ : সারদা মায়ের ১৭১-তম আবির্ভাব তিথি উত্সবে পালন করা হয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। শ্রীশ্রী মায়ের ১৭১-তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে দিনব্যাপী আশ্রমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোর ৪.৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সকাল ৫ টায় বেদপাঠ এবং ভজন পরিবেশন হয়। এর পর বৈদিক মন্ত্রোচ্চারণ অনুষ্ঠান শেষে সকালে শুরু হয় বিশেষ পুজো। ভজন পরিবেশন করেন রমাকান্ত দে ও অন্যান্য শিল্পীরা। এর পর হোম, পুষ্পাঞ্জলী শেষে শ্রীশ্রীমায়ের জীবনী ও উপদেশ পাঠ ও আলোচনা করেন স্বামী প্রভাসানন্দজি মহারাজ। দুপুর ১২টায় ভোগারতি ও পুষ্পাঞ্জলির পর প্রসাদ বিতরণ করা হয়।
উত্সবমুখর পরিবেশে কয়েক হাজার ভক্তের সমাবেশ হয় এদিন। রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজের তত্ত্বাবধানে এদিন পুজো, অঞ্জলি, হোম অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শ্রীশ্রী ঠাকুরের আরাত্রিক এবং শ্রীশ্রী মায়ের শতনাম ও কালী কীর্নত পরিবেশন করেন আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ।
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ বলেন, পুণ্য তিথিতে সকাল থেকেই আশ্রমে অগণিত দর্শক এবং ভক্তদের ঢল নামে।