Barak ValleyEducation
শিবেরগুল মহাবীর পাবলিক এইচএস স্কুলে শিশু-কিশোর গ্রন্থাগার কেন্দ্রের শিলান্যাস
পাথারকান্দি : পাথারকান্দি শিক্ষাখণ্ডের শিবেরগুল মহাবীর পাবলিক এইচএস স্কুল প্রাঙ্গণে রবিবার এক শিশু-কিশোর গ্রন্থাগার কেন্দ্রের শিলান্যাস করা হয় রবিবার৷ স্কুলের শৈক্ষিক পরিবেশ উন্নয়নের জন্য পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে এবং রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে ওই গ্রন্থাগার নির্মাণে ১৫ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ হয়েছে৷ উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া এপি সদস্যা সোনালী চৌধুরী, জিপি সভানেত্রী বর্ণালী সিনহা, স্কুল অধ্যক্ষ রাজীব পাল, CRCC সুরজকুমার কানু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও SMDC-র সদস্য-সদস্যারা৷ এই শিশু-কিশোর গ্রন্থাগার কেন্দ্র স্থাপনের এলাকার পড়ুয়ারা উপকৃত হবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষানুরাগীরা৷