Barak Valley

শিলচরে কম্পন

শিলচর : বরাক নদীতে বিপদসীমা অতিক্রমের আতঙ্কের মধ্যে শিলচরে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ল৷ বুধবার সন্ধ্যা রাত শিলচরে ৬:৪৩:২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়৷ কম্পনের মাত্রা ছিল ৫.৬ রিখটার স্কেল৷

National Centre for Seismology জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ান্মার৷ ফলে বরাক উপত্যকা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে কম্পন অনুভূত হয়৷ তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই এখনও৷ মানুষ বন্যার আশঙ্কার মধ্যে ভূমিকম্পের ঘটনা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন৷

Show More

Related Articles

Back to top button