Barak Valley

শিলচর এনআইটিতে আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়ে মোমবাতি মিছিল করল এনআইটি ছাত্রছাত্রীরা

শিলচর : শিলচর এনআইটিতে আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়ে মোমবাতি মিছিল করল এনআইটি ছাত্রছাত্রীরা৷ উল্লেখ্য, শুক্রবার রাতে শিলচর এনআইটি হোস্টেল ৭ এ ইলেকট্রিক বিভাগের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷ তার সহপাঠীরা জানিয়েছিলেন, ৩য় বর্ষ ১ম সেমিস্টার বেক লাগার বেক লাগার দরুন কুচ বক্কর নামের ছাত্রটি আত্মহত্যা করেছিল৷ শনিবার শিলচর এনআইটি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মোমবাতি মিছিল বের করেন এনআইটির ছাত্র-ছাত্রীরা৷

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এনআইটির ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, এই ঘটনার জন্য একমাত্র দায়ী এনআইটি কর্তৃপক্ষ৷ তারা বলেন, করোনাকালে বাড়ি গিয়ে ইন্টারনেট সংযোগ সমস্যার দরুন নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারেনি সে৷ বিভিন্ন বিষয়ে তাঁকে অনুত্তীর্ণ দেখানো হয়৷ এ ব্যাপারে সে বারবার ডিন ও শিক্ষকদের একটা উপায় বার করার আর্জি জানিয়ে আসছিল৷ শুক্রবার বিকেলে ও ডিনের সঙ্গে সাক্ষাৎ করে হতাশ হয়েই ফিরতে হয় তাঁকে৷ সেখান থেকে হোস্টেলে ফিরেই দরজা বন্ধ করে দেয়৷ একটু পরেই তাদের সন্দেহ হয়৷ ডাকাডাকি করলেও সাড়া মেলেনি৷ শেষে জালনার ওপর দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলতে দেখেন তাঁরা৷ আত্মঘাতী ছাত্রের ন্যায়বিচার চেয়ে শনিবার মোমবাতি মিছিল করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছাত্রছাত্রীরা৷ এক প্রেস বার্তায় এখবর জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button