Barak Valley
শিলচর মেডিক্যালে জন্ম ২ মাথাওয়ালা শিশুর
শিলচর : এক শরীর দুই মাথা এমন এক শিশু ভূমিষ্ট হল। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম দুই মাথাওয়ালা শিশুর। সোমবার শিশুটির জন্ম হয়।তবে শিশুটি শিশুটি মাত্র ১৫ মিনিটের অতিথি হিসেবে ছিল পৃথিবীতে।
জানা গেছে, শিশুটির জন্ম দেন তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামে এক মহিলা। তিনি কামাল উদ্দিনের সহধর্মিণী। শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় ১৫ মিনিট শিশুটি জীবিত ছিল। এরপর তার মৃত্যু ঘটে। মেডিক্যাল সূত্রে জানা গেছে, জন্মের সময় শিশুটির ওজন ছিলো ২ কেজি ছিল। তার হৃদয় ছিল একটি।
বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন। তিনি শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন। এর আগে তিনি চারবার গর্ভবতী হয়েছিলেন।