Barak Valley

করিমগঞ্জে ১০ দিনের গ্রীষ্মকালীন কর্মশালা

করিমগঞ্জ : রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা কেন্দ্রভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা আয়োজিত হচ্ছে করিমগঞ্জে৷ Wings For Youth NGO-র ব্যবস্থাপনায় স্থানীয় পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুলে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১০ দিনের কর্মশালায় প্রতিদিন নৃত্য-গীত-অঙ্কন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷

গ্রীষ্মকালীন কর্মশালার চেয়ারম্যান তথা করিমগঞ্জ কলেজের শিক্ষক ড. সুজিত তিওয়ারি, শিক্ষক ড. অভিজিৎ দত্ত, উত্তর করিমগঞ্জের BDO অঞ্জনা পাল, সদর সার্কল অফিসার জয় ক্রিস্টিয়ানা, SSA DPO (TT) ড. বিকাশ ভট্টাচার্য, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক ক‍ল্লোল মহন্ত সহ অন্যদের উপস্থিতিতে ১৭ জুলাই ১০ দিনের শিবিরের সূচনা হয়৷

প্রসঙ্গত ১০ দিনের কর্মশালায় নৃত্যশিল্পী সোনালি গোস্বামী, পারমিতা পাল বণিক ও পায়েল কুরি নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন৷ অন্যদিকে, সঙ্গীতশিল্পী কাকলি দেবরায়, অঙ্কন শিল্পী সপ্তপর্ণা দাস পুরকায়স্থ, আবৃত্তিকার চান্দ্রেয়ী দেব, ভাস্কর মামন ধর, যোগ প্রশিক্ষক পরমজিৎ চৌধুরী ও টাইকোয়ান্ডো প্রশিক্ষক বিশ্বজিৎ ঘোষ প্রশিক্ষণ দিচ্ছেন৷ কর্মশালা ২৬ জুলাই শেষ হবে বলে জানান Wings For Youth NGO-র সম্পাদক শতাব্দী দত্ত দাস৷

Show More

Related Articles

Back to top button