Barak Valley

শিশু সুরক্ষায় সচেতনতা করিমগঞ্জে

করিমগঞ্জ : National Commission for Protection of Child Rights বা NCPCR-র উদ্যোগে এবং সেবা ভারতী পূর্বাঞ্চলের সহযোগিতায় বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে শিশুদের পরীক্ষার চাপ, শারীরিক শাস্তি, সাইবার সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে জেলা পর্যায়ের এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ এতে NCPCR-র সদস্য অজয় কুমার দত্তের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়৷ এতে এমএমএমসি স্কুলের সহকারী শিক্ষক অনুপম দাস পরীক্ষা পে চর্চা ২০২৪-র থিম ‘শিক্ষা হওয়া উচিত আনন্দদায়ক, পরিপূর্ণ এবং অন্তহীন যাত্রা’ এ বিষয়ের ওপর আলোচনা করেন৷

পাশাপাশি সর্বশিক্ষা অভিযানের DPO বিকাশ ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের ওপর পরীক্ষার চাপের প্রভাব ও এর থেকে নিজেকে মুক্ত রেখে সফল হওয়ার বিষয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে সাইবার সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস৷ এতে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে ৬০০ জন অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন করিমগঞ্জের সহকারি আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ুমনাম৷

Show More

Related Articles

Back to top button