Barak Valley

শুক্রবার করিমগঞ্জে ২৪ ঘণ্টা চাকা বনধের ডাক মোটর চালক সমিতির

করিমগঞ্জ : জাতীয় পরিবহণ নীতির প্রতিবাদে শুক্রবার ভোর ৫-টা থেকে পরের দিন সকাল ৫-টা পর্যন্ত করিমগঞ্জ জেলা জুড়ে ২৪ ঘণ্টার চাকা বনধ-এর ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নয়া জাতীয় পরিবহণ নীতির প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলা মোটর চালক সমিতির কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, এই আইন প্রত্যাহার না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

করিমগঞ্জ মোটর চালক সমিতির সভাপতি বলেন, শুক্রবার জেলা জুড়ে চাকা বনধ-এর ডাক দেওয়া হয়েছে। তাঁদের আহূত বনধকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিভিন্ন সংগঠন। এগিয়ে এসেছে মোটরযান মালিক সংস্থাও। তিনি বলেন, শুক্রবার ভোর ৫-টা থেকে পরের দিন অর্থাত্‍ শনিবার ভোর ৫-টা পর্যন্ত ২৪ ঘণ্টা ছোট-বড় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

Show More

Related Articles

Back to top button